জম্মু, ১ মে (হি.স.): সোমবার দুদিকে ছোট যান চলাচলের জন্য জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক খুলে দেওয়া হয়েছে। আধিকারিকদের মতে, হালকা যান জম্মু থেকে শ্রীনগর এবং শ্রীনগর থেকে জম্মুতে নিয়ে যাওয়া হচ্ছে। ভারী যানবাহন তার পরই পাঠানো হবে। এরপর নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো যেতে দেওয়া হবে।
এদিকে সোমবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টি হচ্ছে। এটি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও প্রভাব ফেলতে পারে। জম্মু ও কাশ্মীরের উঁচু অঞ্চলে তুষারপাত এবং সমতল ভূমিতে বৃষ্টি অব্যাহত রয়েছে।