বিশ্বের এক নম্বর স্পোর্টস হবে আইপিএল: ললিত মোদী

লন্ডন, ১ মে (হি.স.) : ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুটা ললিত মোদীর হাত ধরেই। তিনি দুর্নীতির অভিযোগে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন। তা সত্বেও এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি তার ভালোবাসা এখনও অটুট। তাই আইপিএলের হাজারতম ম্যাচ উপলক্ষে এক বার্তায় এই লিগের উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন তিনি।

সেই সঙ্গে তিনি বলেন, “ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল যে ক্রিকেটকে এতোটাই বদলে দেবে তা কে ভাবতে পেরেছিল! কিন্তু ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন তো এসেছেই, আইপিএলের হাত ধরে ক্রীড়াজগতের সবচেয়ে অর্থকরি খেলাগুলোর একটায় পরিণত হয়েছে খেলাটি। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ও জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। শুধু ক্রিকেটেই নয়, সব ধরণের খেলা মিলিয়েই বিশ্বের দ্বিতীয় দামি আসর এটি।” শিগগিরই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগকে (এনএফএল) ছাড়িয়ে যাবে ক্রিকেটের এই আসর, এমনটাই বিশ্বাস প্রাক্তন সিইও ললিত মোদীর।