নয়াদিল্লি, ১ মে (হি.স.): গুজরাটের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনে গুজরাটের উন্নয়ন নতুন উচ্চতা অতিক্রম করতে থাকুক এই প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী। সোমবার গুজরাটের ৬৩-তম স্থাপনা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, গুজরাটের স্থাপনা দিবসে শুভেচ্ছা।
টুইটে নিজের মনের কথা ব্যক্ত করে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “সর্বাঙ্গীণ উন্নতির পাশাপাশি অনন্য সংস্কৃতির জন্য বিশেষ ছাপ রেখেছে গুজরাট। আগামী দিনে গুজরাটের উন্নয়ন নতুন উচ্চতা অতিক্রম করতে থাকুক এই প্রার্থনা করছি আমি।” গুজরাটের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও।