দমন ও দিউ, ১ মে (হি.স.): কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউতে আগুন লাগল একটি গাড়ি প্রস্তুতকারী কোম্পানিতে। রবিবার রাত ১১.৫০ মিনিট নাগাদ দমনের হাতিয়াওয়াল এলাকায় রাওয়ালভাসিয়া ইয়ার্ন ডাইং প্রাইভেট লিমিটেড নামে একটি যানবাহন প্রস্তুতকারী সংস্থায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই এখন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন।
ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়, লেলিহান শিখায় জ্বলতে থাকে আগুন। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দাদর ও নগর হাভেলি, দমন ও দিউ-র সহকারী পরিচালক ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এ কে ওয়ালা বলেছেন, “আমরা রবিবার রাত ১১.৫০ মিনিটে রাওয়ালভাসিয়া ইয়ার্ন ডাইং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আগুনের খবর পেয়েছিলাম। দমকল পৌঁছনোর পর দেখা যায় একটি ভবন আগুনে পুড়ে গিয়েছে। এই কোম্পানিটি ইয়ার্ন তৈরি করে, ইয়ার্নের উচ্চ জ্বলনযোগ্যতা রয়েছে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর সোমবার ভোরের দিকে আগুন আয়ত্তে আসে।