স্বস্তির বৃষ্টিতে ভিজল দিল্লি, রাজধানীতে বাতাসের গুণমানেরও অনেকটাই উন্নতি

নয়াদিল্লি, ১ মে (হি.স.) : স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। সোমবার দুপুরে আচমকাই প্রবল বৃষ্টি শুরু হয় রাজধানী দিল্লির বিভিন্ন অংশে। বৃষ্টির সৌজন্যে ঘর্মাক্ত গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। এই বৃষ্টির মধ্যেই আরও একটি সুখবর হল, দিল্লিতে বাতাসের গুণমানেরও অনেকটাই উন্নতি হয়েছে। দিল্লির বাতাসের গুণমানের উন্নতি হয়েছে বলে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা গিয়েছে।

এ বছরের প্রথম চার মাসে পর্যবেক্ষণের পর দেখা গিয়েছে, ২০১৬ সালের পর থেকে এই প্রথম রাজধানী অঞ্চলের দূষণের হার কম।২০১৬ সালে শহরের বাতাসের গুণমান ১০৬ দিন অত্যন্ত খারাপ ছিল।২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৬৮ দিনে। স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী কিছু পদক্ষেপ গ্রহণের ফলে এ বছর বাতাসের গুণমানের সূচকে ইতিবাচক প্রভাব নজরে এসেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন বলেছেন, “দিল্লিতে বায়ু দূষণ পরিস্থিতির উন্নতি ঘটলেও, ভারতের অন্যান্য অংশে তা আরও খারাপ হচ্ছে।” কেজরিওয়াল বলেছেন, “ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ধুলো দূষণ, খোলা আবর্জনা পোড়ানো এবং বর্জ্য ডাম্পিং পরীক্ষা করার জন্য পেট্রোলিং টিম গঠন করা হয়েছে।” দিল্লি সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কর্ম পরিকল্পনা চালু করেছে, ৫০০ বর্গমিটারের বেশি নির্মাণ সাইটগুলিকে ধুলো দূষণের জন্য পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *