নয়াদিল্লি, ১মে (হি.স.) : প্রিয়াঙ্ক খাড়গে প্রধানমন্ত্রী মোদীকে অপমান করেননি। তিনি বলেন, প্রিয়াঙ্ক যে কথা বলেননি, তা তাঁর নামে প্রচার করা উচিত নয়। ছেলে প্রিয়াঙ্ককে বাঁচাতে এবার বাবা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এককদম এগিয়ে এই দাবি করলেন।
সোমবার কর্ণাটকে একটি সাংবাদিক সম্মেলনে খাড়গে পুত্র প্রিয়াঙ্ককে রক্ষা করে বলেন, প্রিয়াঙ্ক এই বিষয়ে আজ সকালে যা বলেছেন, এখন এই বিষয়ে আর কোন প্রশ্ন করা উচিত নয়। তবে তিনি প্রধানমন্ত্রীকে অপমান করেননি বলেও দাবি করেন।
উল্লেখ্য, কর্ণাটকে এক অনুষ্ঠানে প্রিয়াঙ্ক প্রধানমন্ত্রী মোদীকে ‘অযোগ্য ছেলে’ বলে অভিযোগ রয়েছে। যদিও কংগ্রেস সভাপতি তা অস্বীকার করেন। এর আগে মল্লিকার্জুন খাড়গেও প্রধানমন্ত্রীকে বিষধর সাপ বলার অভিযোগ ওঠে। এই ইস্যুতেও, খাড়গে স্পষ্ট করেন, তিনি এই মন্তব্যটি প্রধানমন্ত্রীকে নিয়ে করেননি।