নয়াদিল্লি/দেহরাদুন, ১মে (হি.স.) : নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামের প্রসাদ, গঙ্গা তুলসীর গঙ্গাজল, গঙ্গোত্রী, যমুনোত্রী, অলকানন্দা ও মন্দাকিনী এবং রুদ্রাক্ষের মালাও উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এছাড়াও উত্তরাখণ্ডের উন্নয়নে তাঁর নির্দেশ ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে মুখ্যমন্ত্রী ধামি রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর কাছে নির্দেশ চেয়েছিলেন। চারধাম যাত্রার আয়োজনের কথা জানিয়ে তিনি বলেন, রেকর্ড সংখ্যক ভক্ত দর্শন করতে আসছেন। কেন্দ্রীয় সরকারের সহায়তায় জোশীমঠে ত্রাণ কাজ চলছে। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। যোশীমঠের প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ধামি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আঞ্চলিক সংযোগ প্রকল্পের অধীনে রাজ্যে বিমান পরিষেবা ধীরে ধীরে বাড়ছে। রাজ্যে বিমান পরিষেবাগুলির দ্রুত বিকাশের জন্য, ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক রাজ্যের সাথে সম্পর্কিত বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার অনুরোধ করেছে।