নয়াদিল্লি, ১ মে (হি.স.): সংস্কার ইস্যুতে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার সকাল থেকেই কেজরিওয়ালের বাসভবনের বাইরে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বিজেপি নেতা ও কর্মীরা।
যদি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ডাঃ হর্ষবর্ধনও। তিনি কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, তাঁরা জনগণের টাকা নষ্ট করছে। হর্ষবর্ধনের কথায়, “আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়াল সর্বদা ইস্যুকে ঘুরিয়ে দেন। মুখ্যমন্ত্রীর বাসভবনের সংস্কার কাজে তাঁরা ৪৫ কোটি টাকা খরচ করেছে। তাঁরা জনগণের অর্থ অপচয় করেছে এবং তাঁদের জবাব দিতে হবে। আমাদের কর্মীরা এই প্রতিবাদ সংগঠিত করেছে এবং তা অব্যাহত থাকবে। উপ-রাজ্যপালও বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।”