মথুরাপুর, ৩০ এপ্রিল (হি. স.) : ধান ঝাড়াই করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২। মৃত মহিলা রহিতন পাইক(৫৭) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুর থানার সুবুদ্ধিপুর এলাকায়।
রবিবার দুপুরে রহিতন পাইক পরিবারের লোকজন নিয়ে ধান ঝাড়াই করছিল। সেই সময় হঠাৎই কাল মেঘে ঘিরে যায় আকাশ। তখনই তড়িঘড়ি ধান ঝাড়াইয়ের কাজ বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তারা। এরপরই হঠাৎ এই রাস্তার মাঝে বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তারা। ঘটনায় মৃত্যু হয় রহিতোন পাইকের। অন্যদিকে আহত অবস্থায় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি পরিবারের দুই সদস্য। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে মথুরাপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃত রহিতন পাইকের দেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়