BRAKING NEWS

শিলচর মেডিক্যাল কলেজে স্বাস্থ্যমন্ত্রীর পর্যালোচনা সভা

শিলচর (অসম), ৩০ এপ্রিল (হি.স.) : আজ রবিবার অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি মেডিক্যাল কলেজ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে এক পর্যালোচনা বৈঠকও করেছেন। বিগত বছরের মেডিক্যাল কলেজের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি।

মেডিক্যাল কলেজ হাসপাতালে অটল অমৃত অভিযান এবং আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়নের বিষয়েও বিশদভাবে দেখেছেন। সভায় হাসপাতালে উপলব্ধ সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় এবং আশ্বাস দেওয়া হয়েছে, এই জরুরি প্রয়োজনগুলি শীঘ্রই পূরণ করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাই, জেলাশাসক রোহনকুমার ঝা, শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া, সুপারিনটেনডেন্ট ডা. ভাস্কর গুপ্ত সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *