ভূমিকম্পের জেরে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর

শ্রীনগর, ৩০ এপ্রিল(হি.স.) : জম্মু ও কাশ্মীরে রবিবার সকালে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৪.১।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভোর ৫.১৫ মিনিটে কম্পন অনুভূত হয়। অন্যদিকে, কম্পন অনুভূত হলেই মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।