ক্যানিং, ৩০ এপ্রিল (হি. স.) : ক্যানিং থানা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল এক ব্যক্তির। গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বর্তমানে ক্যানিং হুকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।
গোসোবার কুমিরমারি গ্রামের বাসিন্দা সিতাংশু মন্ডল রবিবার দুপুরে কুমিরমারী থেকে সোনারপুরে যাচ্ছিলেন জামাইয়ের বাড়িতে। সেদিন দুপুরে ক্যানিং থেকে যাওয়ার সময় রাস্তার মাঝে আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি নজরসে ক্যানিং এর ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীদের। তারাই তখন গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে ঐ ব্যক্তি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ায় তিনি প্রাণে বেঁচেছেন বলে দাবি চিকিৎসকদের। আর এই কাজ করতে পেরে খুশি সারিকুক, গোপাল, খোকনরা।
তাঁরা বলেন, ” আমরা ডিউটি করছিলাম বাসস্ট্যান্ড এলাকায়। আচমকা পথ চলতি বছর পঞ্চাশের ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। রাস্তায় বমি করতে শুরু করেন। কোনরকম সময় নস্ট না করে তড়িঘড়ি তাঁকে এই হাসপাতালে নিয়ে এলে দৃত চিকিৎসা শুরু হয়। উনি এখন অনেকটাই সুস্থ আছেন। “