ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যভিত্তিক স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে। তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক স্কুল টেবিল টেনিসে অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর গ্রুপের প্রতিযোগিতা আজ, শনিবার থেকে আগরতলার এনএসআরসিসি-তে শুরু হয়েছে। রাজধানীর এই টেবিল টেনিস ইনডোর হলে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত এই রাজ্যভিত্তিক স্কুল টেবিল টেনিস টুর্নামেন্টে ১২৩ জন খেলোয়াড় অংশ নিয়েছে। আজ, শনিবার বিকেল সাড়ে পাঁচটায় রাজ্য স্কুল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, প্রধান অতিথি হিসেবে অধিকর্তা সত্যব্রত নাথ, বিশেষ অতিথি প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্ব সঞ্জয় সাহা, অলিম্পিয়ান দীপা কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন। পৌরোহিত্য করেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ। রাজ্য ভিত্তিক আসরে আটটি জেলা দল অংশগ্রহণ করেছে। আজ থেকে প্রতিযোগিতাও শুরু হয়েছে।
2023-04-29