উত্তর ২৪ পরগনা, ২৯ এপ্রিল (হি. স.) : শ্যামনগরে তাপস গোস্বামীর মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে শ্যামনগর এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ শনিবার চলে দীর্ঘক্ষণ।
মানসিক চাপ সহ্য করতে না পারায় শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানার কর্মী তাপস গোস্বামী শুক্রবার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মৃতের পিতা সুবল গোস্বামী ওই কারখানার চারজন কর্মীরা বিরুদ্ধে জগদ্দল থানায় আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ দায়ের করেন।
ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে শনিবার সকালে কারখানা গেটে বিক্ষোভ দেখায় কর্মীদের একাংশ। বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায় ওই কারখানার এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়নও। দোষীদের শাস্তির পাশাপাশি মৃতের স্ত্রীর চাকরির দাবি করেন বিক্ষোভকারীরা।