আগরতলা, ২৯ এপ্রিল (হি.স.): ত্রিপুরাতে খুব শীঘ্রই চালু হচ্ছে কেন্দ্রীয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়। আগামী মে মাসে ওই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আজ বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৩ উদযাপনে এ–বিষয়ে আশা প্রকাশ করে বলেন ত্রিপুরার প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস।
এদিন তিনি বলেন, ছাত্রছাত্রীদের পিজি কোর্সগুলি অনুসরণ করার জন্য ত্রিপুরার বাইরে যেতে হয়। তিনি সম্প্রতি দিল্লি সফরে গিয়ে ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতি ডঃ উমেশ চন্দ্র শর্মার নিকট ত্রিপুরায় কেন্দ্রীয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন। ডঃ শর্মা ওই দাবি শুনে অত্যন্ত খুশি হয়েছেন এবং পশু কল্যাণ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ওই বিষয়ে আধা ঘন্টা আলোচনা করেছেন।
মন্ত্রী সুধাংশু দাস বলেন, ত্রিপুরার ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর কোর্স করার জন্য দেশের অন্যান্য রাজ্যে যাচ্ছে।তখন কিছু পরিবার রয়েছে যাঁরা তাঁদের সন্তানদের আর্থিকভাবে সমর্থন করতে ব্যর্থ হচ্ছে। কারণ তারা দারিদ্র্য-পীড়িত। তাই, কেন্দ্রীয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আশাবাদী তিনি।
তাঁর দাবি, আগামী মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কেন্দ্রীয় পশু কল্যাণ এবং মৎস্য মন্ত্রী পুরুষোত্তম রুপালা এবং ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতি কর্তৃক আরেকটি বৈঠক হবে বলে আশা করা হচ্ছে এবং তারপরেই ত্রিপুরায় কেন্দ্রীয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

