চি, ২৭ এপ্রিল (হি. স.) : ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠক হবে আজ অর্থাৎবৃহস্পতিবার বিকেল ৪টা থেকে। এই বৈঠকে ১ মে থেকে রাজ্যে কীভাবে মদ বিক্রি হবে, তা নিয়ে আলোচনা করা হবে এবং কিছু নতুন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। ডিএ চার শতাংশ বাড়ানো, অনেক দফতরের নিয়োগ বিধি সংশোধন এবং ছয়টি সড়ক প্রকল্পের প্রস্তাবও মন্ত্রিসভায় আসতে পারে।
প্রসঙ্গত,২০২২২-২৩ আর্থিক বছরে, রাজ্যে মদ বিক্রির জন্য নির্বাচিত প্লেসমেন্ট এজেন্সির কাজের সময়কাল ৩০ এপ্রিল শেষ হবে। ১ মে থেকে মদ বিক্রি করতে হবে নতুন সংস্থাকে। ঝাড়খণ্ড স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড (জেএসবিসিএল) মদ বিক্রির বর্তমান পরিস্থিতি এবং ১ মে থেকে কীভাবে মদ বিক্রি করতে হবে সে সম্পর্কে আবগারি বিভাগকে তথ্য দিয়েছে। ১ মে থেকে বর্তমান সংস্থাকে মদ বিক্রির দায়িত্ব দেওয়া যাবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। কিন্তু বর্তমানে জেএসবিসিএল খুচরা মদ বিক্রিকারী সংস্থার লক্ষ্যমাত্রা অনুযায়ী মদ বিক্রি করতে না পারা, তাদের ব্যাঙ্ক গ্যারান্টি বাজেয়াপ্ত করার বিষয়েও সম্পূর্ণ তথ্য বিভাগকে দিয়েছে। এই পরিস্থিতিতে আগামী ১ মে থেকে রাজ্যে কীভাবে মদ বিক্রি হবে তা বিবেচনা করা হতে পারে মন্ত্রিসভার বৈঠকে।