দরং (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : দরং লালপুরের জনৈক সিআরপিএফ জওয়ান এবং মঙ্গলদৈ ২ নম্বর ওয়ার্ডের জনৈক এক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ।
জানা যায়, সিআরপিএফ বিগত কিছু দিন আগে ছত্তিশগড় থেকে ছুটি কাটাতে নিজে বাড়িতে আসেন । অন্যদিকে মঙ্গলদৈ ২ নম্বর ওয়ার্ডের জনৈক গুয়াহাটি থেকে গত দুইদিন আগে নিজের বাড়িতে ফিরছিলেন । হটাৎ করে উভয় ব্যক্তি জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার মঙ্গলদৈ অসামরিক চিকিৎসালয়ে চিকিৎসা করতে গেলে শরীরে ডেঙ্গু জ্বরের উপসর্গ ধরা পড়ে ।

