ধর্মনগর চন্দ্রপুরস্থিত অযাচক আশ্রমে রক্তদান শিবির


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷  সাতাশে এপ্রিল বৃহস্পতিবার ধর্মনগর চন্দ্রপুরস্থিত অযাচক আশ্রমে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ ধর্মনগর অযাচক আশ্রমের আঞ্চলিক সংগঠন সম্পাদক ভগবান চন্দ্র নাথ জানান আজ ২৭শে এপ্রিল শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব এবং মামনি শ্রী শ্রী মহা সন্ন্যাসিনী সংহিতা দেবীর পূর্ণ মহাসমাধি দিবস উপলক্ষে অযাচক আশ্রমের ভক্তরা এক রক্তদান শিবিরের আয়োজন করেন৷ উক্ত রক্তদান শিবিরে আশ্রমের ভক্তরা ছাড়াও অগণিত ধর্মনগরবাসী অংশ নেয় বলে জানান সংগঠন সম্পাদক৷ রক্তদান শিবিরে সহযোগিতায় ছিলেন ভলান্ডারি ব্লাডনাস এসোসিয়েশনের কর্মকর্তারা৷ উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি চম্পু সোম  সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা৷এছাড়া রক্তদান শিবিরে  চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এন, এইচ, ভৌমিক সহ স্বাস্থ্য দপ্তরের আরো অন্যান্য চিকিৎসা কর্মীরা৷ স্বাস্থ্য শিবিরে স্বেচ্ছায় মোট ২৭ জন রক্তদাতা রক্তদান করে৷ রক্তদাতাদের মধ্যে  রয়েছেন ২৪ জন পুরুষ এবং তিনজন মহিলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *