আগরতলা, ২৬ এপ্রিল (হি.স.) : আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে এন সি সি থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী বাজার এলাকা থেকে দুজন নেশা কারবারিকে আটক করেছে আরক্ষা বাহিনী। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, অন্যান্য নেশা জাতীয় ক্যাপসুল সহ ৯টি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।তিনি জানিয়েছেন, ত্রিপুরা জুড়ে নেশা বিরোধী অভিযান জারি রয়েছে। সেই মোতাবেক মঙ্গলবার রাতে পুলিশ শ্যামলী বাজার, জি বি বাজার ও গোয়ালাবস্তি এলাকায় অভিযানে নেমেছিল। পরর্বতী সময়ে এন সি সি থানায় খবর আসে শ্যামলী বাজার এলাকায় নেশা সামগ্রী পাচার করা হবে। ওই খবরের ভিত্তিতে শ্যামলী বাজার এলাকায় উৎ পেতে বসে থাকে পুলিশ। সেই সময় দুই যুবক নেশা সামগ্রী পাচার করার উদ্দেশ্য অটোতে চেপে ঘোরাফেরা করছিল। পুলিশ তাদেরকে আটক করেছে। ওই দুই যুবককের কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, অন্যান্য নেশা জাতীয় ক্যাপসুল সহ ৯টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, রাতেই তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতরা হলেন, সঞ্জয় দেবনাথ ও অজয় কুমার দাস। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

