প্রথমবার একফ্রেমে অভিনয়ে শাহরুখ-আরিয়ান

কলকাতা,২৬ এপ্রিল (হি.স.): কিং খানের মত বড়পর্দায় এখনও নিজের জায়গা করতে না পারলেও সোশ্যাল মিডিয়ার হাত ধরে বেশ জনপ্রিয় শাহরুখ খান পুত্র আরিয়ান ।মাদককাণ্ডে আরিয়ান খানের নাম জড়ানোর পর থেকে যেভাবে শাহরুখ খান আরিয়ান খানের পাশে দাঁড়িয়েছিলেন, তা এক কথায় প্রশংসনীয় । এবার নাকি

একফ্রেমে অভিনয়ে শাহরুখ-আরিয়ান ।

প্রকৃত বাবাই বটে কিং খান । একবাক্যে সকলেই বলেছিলেন এই কথা । এবার আরিয়ান খানের প্রথম কাজেও তার ছাপ বর্তমান । আরিয়ান খানের পরিচালনায় এবার শাহরুখ খান । এক পোশাকের বিজ্ঞাপন তৈরির প্রস্তাব পেয়েছিলেন আরিয়ান । সেখানেই বাবাকে কাস্ট করবে সে । সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই প্রশংসিত কিং-পুত্র । কেবল পরিচালনাই নয়, আরিয়ান অভিনয়ও করলেন এই শর্ট ভিডিয়োতে ।