কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): বড়পর্দা থেকে ফের ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় । ‘শার্ক ট্যাঙ্ক’- র আদলে বাংলায় তৈরি হচ্ছে রিয়ালিটি শো, আর তাতেই সঞ্চালক হিসেবে হাজির অভিনেতা-পরিচালক পরমব্রত ।
জানা গিয়েছে,এই শোতে ‘শার্ক ট্যাঙ্ক’-র মতোই উঠতি ব্যবসায়ীদের সুযোগ দেওয়া হচ্ছে । যদিও ‘শার্ক ট্যাঙ্ক’-র সঙ্গে বাংলার এই রিয়ালিটি শোয়ের পার্থক্য রয়েছে। নতুন এই শোয়ে শুধু মহিলা ব্যবসায়ীরাই অংশগ্রহণ করার সুযোগ পাবেন । যদিও কোন চ্যানেলে আসছে এই শো তা এখনও জানা যায়নি । তবে, এই শোতেই সঞ্চালক হিসেবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং । আবারও ছোট পর্দায় ফিরতে পেরে বেশ খুশি পরমব্রত ।

