নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে কাজ খাদ্য পানীয় জল ও চিকিৎসা পরিষেবার মারাত্মক অভাব দেখা দিয়েছে৷ কাজ, খাদ্য, পানীয় জল ও চিকিৎসা পরিষেবার অভাবে ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার বিস্তীর্ণ অঞ্চলের জনজাতি অংশের মানুষজন অসহায় হয়ে পড়েছেন৷ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ওইসব এলাকা সফর করে এসে এ ব্যাপারে রাজ্য সরকার ও এডিসি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ বুধবার আগরতলায় ফিরে এসে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন লংতরাই ভ্যালী মহকুমার পত্যন্ত অঞ্চল গুলিতে কাজ খাদ্য পানীয় জল ও চিকিৎসার সংকট চরম থেকে চরমতর আকার ধারণ করতে শুরু করেছে৷ জল বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন ওইসব এলাকার মানুষজন৷ আন্ত্রিক, ম্যালেরিয়া মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে৷ ওইসব এলাকায় স্বাস্থ্য পরিসেবা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে৷ যেসব এলাকায় স্বাস্থ্য পরিষেবার সুযোগ ছিল সেখানেও পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মী এবং ঔষধ পত্র নেই৷ বর্তমান সরকারের আমলে ওইসব এলাকায় ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে৷ কাজ ও খাদ্যের অভাবে মানুষ অনাহারে অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন৷
2023-04-26

