মাওবাদী হামলার জের, ছত্তিশগড় সংলগ্ন ওডিশার পাঁচটি জেলায় হাই অ্যালার্ট

ভুবনেশ্বর, ২৬ এপ্রিল (হি.স.) : ছত্তিশগড়ে মাওবাদী হামলার পর ওডিশায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ছত্তিশগড় সীমান্তবর্তী পাঁচটি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

বুধবার আচমকা ছত্তিশগড়ে বড়সড় হামলা চালিয়েছে মাওবাদীরা। মাওবাদীদের আইইডি বিস্ফোরণে ১০ জন ডিআরজি জওয়ান এবং একজন চালক শহিদ হয়েছেন। এই ঘটনায় ছত্তিশগড় সংলগ্ন ওডিশার পাঁচটি জেলায় হাই অ্যালার্ট করা হয় । রাজ্য পুলিশের গোয়েন্দা পরিচালক সঞ্জীব পান্ডা বলেছেন যে ছত্তিশগড় সংলগ্ন মালকানগিরি, নাভারংপুর, কোরাপুট, ওয়ারগড় এবং নুয়াপাদায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই পাঁচ জেলার কনস্টেবলদের সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।