বৈঠকের আমন্ত্রণ রাজ্যের, ‘সাময়িক স্থগিত’ প্রস্তাবিত ২৬ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ডিমা হাসাও বনধ

হাফলং (অসম), ২৫ এপ্রিল (হি.স.) : অসম সরকারের কাছ থেকে বৈঠকের আমন্ত্রণ পেয়ে প্রস্তাবিত ২৬ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ডিমা হাসাও বনধ ‘সাময়িক স্থগিত’ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিজেনাস পিপলস ফোরাম।

আজ মঙ্গলবার ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের হাফলং সদর কার্যালয়ে ইন্ডিজেনাস পিপলস ফোরাম আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন সংগঠনের কার্যনির্বাহী সভাপতি সামসুদ্দেনবে জেমি।

উল্লেখ্য, পূর্বতন উত্তর কাছাড় তথা বর্তমান ডিমা হাসাও জেলাকে দুভাগ করে দুটি পৃথক জেলা গঠন ও পৃথক স্বশাসিত পরিষদ গঠন ও পিআরসি ভেরিফিক্যাশন অবিলম্বে বন্ধ করার দাবিতে আগামীকাল ২৬ এপ্রিল সকাল ৫-টা থেকে অনির্দিষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বনধ-এর ডাক দিয়েছিল ইন্ডিজেনাস পিপলস ফোরাম। তবে সোমবার রাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ৯ মে গুয়াহাটিতে পৃথক জেলা গঠনের ইস্যু নিয়ে আলোচনার জন্য ইন্ডিজেনাস পিপলস ফোরামকে আমন্ত্রণ জানানোর পর আজ ইন্ডিজেনাস পিপোস ফোরাম, ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম ও ইন্ডিজেনাস উইমেনস ফোরাম এক বৈঠকে বসে আগামী ৯ মে পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ডিমা হাসাও বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সাংবাদিক সম্মেলনে জানান সামসুদ্দেনবে জেমি।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের কার্যনির্বাহী সভাপতি সামসুদ্দেনবে জেমি বলেন, আগামী ৯ মে গুয়াহাটিতে রাজ্য সরকারের সঙ্গে পৃথক জেলা গঠনের ইস্যু নিয়ে ইন্ডিজেনাস পিপলস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় যদি ইতিবাচক সাড়া না মিলে, তা-হলে ৯ মে-র পর পুনরায় তাঁরা অনির্দিষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বনধ ডাকবে, আজকের সভায় এই সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

তিনি আশাবাদী, পৃথক জেলা গঠনের ইস্যু নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁদের সংগঠনের আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে সমগ্র বিষয়টি আগামী ৯ মে পরিষ্কার হয়ে যাবে বলে মন্তব্য করেন সামসুদ্দেনবে জেমি।

উল্লেখ্য, ২০১০ সালের ৩০ মার্চ পূর্বতন উত্তর কাছাড় পার্বত্য জেলার নাম বদল করে রাজ্য সরকার ডিমা হাসাও জেলা করার পর থেকেই ইন্ডিজেনাস পিপলস ফোরাম পাহাড়ি জেলাকে দুভাগ করে দুটি পৃথক জেলা গঠন ও পৃথক স্বশাসিত পরিষদ গঠনের দাবিতে আন্দোলন করে আসছে। এই পৃথক জেলা গঠনের ইস্যু নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বহুবার বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরও রাজ্য সরকার পৃথক জেলা গঠন ইস্যু নিয়ে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ইন্ডিজেনাস পিপলস ফোরামের।

আজকের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিজেনাস পিপলস ফোরামের সভাপতি এল কুকি ও সাধারণ সম্পাদক এল লিমা কেভম প্রমুখ।