দিল্লির সরোজিনী নগরের বাবু মার্কেটে ভয়াবহ আগুন; পুড়ল ৪টি দোকান, কেউ হতাহত হননি

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার ভয়াবহ আগুন লাগল দিল্লির সরোজিনী নগরের বাবু মার্কেটে। সোমবার রাতে বাবু মার্কেটে ভয়াবহ আগুন লাগে, আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে ৪টি দোকান। সৌভাগ্যবশত এই অবিকাণ্ডে কেউ হতাহত হননি।

পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার রাতে দিল্লির সরোজিনী নগরের বাবু মার্কেটে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ৪টি কাপড়ের দোকানে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৫টি ইঞ্জিন। কিন্তু, ততক্ষণে পুড়ে যায় ৪টি দোকান। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।