নয়াদিল্লি, ২৫ এপ্রিল(হি.স.) : বিশ্ব ম্যালেরিয়া দিবসে ভারত বিভিন্ন সরকারি কৌশলগত হস্তক্ষেপ এবং উদ্ভাবনী সমাধানের সাহায্যে ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল করা ভারতের লক্ষ্য বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া বলেন। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এদিনে সবাইকে ম্যালেরিয়া মুক্ত ভারতের লড়াইকে শক্তিশালী করার শপথ নিতে হবে।
প্রসঙ্গত, আজ ২৫ এপ্রিল ম্যালেরিয়া নিয়ন্ত্রণ এবং নির্মূল করার বিশ্বব্যাপী প্রচেষ্টা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়। শুরু হয়েছিল আফ্রিকা থেকে। বিশ্ব স্বাস্থ্য পরিষদের ৬০ তম অধিবেশন ২০০৭ সালে অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রস্তাব করেছিল যে আফ্রিকায় পালিত ম্যালেরিয়া দিবসটিকে বিশ্ব স্বাস্থ্য ম্যালেরিয়া দিবসে পরিবর্তন করা হবে। ২০০৮ সাল থেকে ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়।

