কোচবিহার, ২৫ এপ্রিল (হি. স.) : পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী কে হবেন তা দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের বাছাই করার সুযোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার সেই কর্মসূচির প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা দেখা গেল সিতাই গোঁসানিমারি হাই স্কুল মাঠে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঞ্চ ছাড়তেই প্রার্থী বাছাইয়ের হিড়িকে ভাঙো-ভাঙো দশা মঞ্চের। ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলেন তৃণমূলের এক পক্ষ। অন্য পক্ষ আটকাতে গিয়ে শুরু হল মারামারি। কুটিকুটি করা হল পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের ব্যালট কাগজ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গলদঘর্ম দশা হল পুলিশের।
গোটা ঘটনায় গোপন ব্যালটে প্রার্থী বাছাইয়ের ভোট দিতে পারলেন না সভায় আগত তৃণমূল কর্মী-সমর্থকরা। কে বা কারা এই ঘটনা ঘটাল তা জানতে জেলা সভাধিপতির কাছে বিস্তারিত রিপোর্ট চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের কেউ যদি এর সঙ্গে জড়িত থাকে তাহলে কড়া ব্যবস্থা করা হবে।

