কোকরাঝাড় (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : কোকরাঝাড়ে নিরাপত্তারক্ষীর এনকাউন্টারে ধরাশায়ী হয়েছে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্ৰ সংগঠন কমতাপুর লিবারেশন অরগানাইজেশন, সংক্ষেপে কেএলও-র দুই ক্যাডার। পাকড়াও করা হয়েছে একজনকে। নিহত দুই কেএলও ক্যাডারের একজনকে রৌতার বাসিন্দা অভিজিত ডেকা এবং অপরজনকে বঙাইগাঁওয়ের নিপন রয় বলে শনাক্ত করা হয়েছে।
কোকরাঝাড় জেলা পুলিশের সদর দফতর সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, কমতাপুর লিবারেশন অরগানাইজেশন-এর ছয়–সাতজনের এক দল জেলার চক্ৰশিলা পাহাড়ে আত্মগোপন করেছে বলে পুলিশের কাছে খবর ছিল। সে অনুযায়ী গতকাল সন্ধ্যা থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিয়ে চক্রশিলা পাহাড়ে পুলিশের যৌথ দল অভিযানে নামে। কিন্তু আজ সোমবার ভোরের দিকে আচমকা ঝোপের আড়াল থেকে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে কেএলও ক্যাডাররা। গুলির জবাব দেয় যৌথ বাহিনীও। প্রায় ঘণ্টাখানেকের প্রচণ্ড সংঘৰ্ষে কেএলও-র দুই ক্যাডার ধরাশায়ী হয়। তবে চার ক্যাডার পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হলেও ধরা পড়েছে একজন, জানিয়েছে পুলিশের সূত্রটি।

