কাছাড়ের দিগরখালে বাজেয়াপ্ত প্ৰায় চার কোটি টকার বার্মিজ সুপারি বোঝাই সাতটি লরি, আটক ৯

কালাইন (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলা পুলিশের বৃহৎ সাফল্য। বার্মিজ সুপারির বিরুদ্ধে অভিযানে নেমে পুলিশের দল বড়সড় সাফল্য লাভ করেছে পুলিশের একটি বিশেষ দল। কাছাড় জেলার অসম-মেঘালয় সীমান্তবর্তী দিগরখালে অভিযান চালিয়ে পুলিশেৰ দল বাজেয়াপ্ত করেছে বার্মিজ সুপারি বোঝাই সাতটি লরি। বাজেয়াপ্ত করা হয়েছে ১,৮০০ বস্তা বার্মিজ সুপারি। বাজেয়াপ্তকৃত বাৰ্মিজ সুপারিগুলির বাজারমূল্য কংপক্ষে ৪ কোটি টাকা হবে বলে পুলিশের এক সূত্রে জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, বার্মিজ সুপারি পাচারের সঙ্গে জড়িত অভিযোগে আটক করা হয়েছে ৯ জনকে। ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশের বিশেষ তদন্তকারী অফিসাররা। জানা গেছে, তাদের মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, বার্মিজ সুপারির বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর স্থিতি অবলম্বন করলেও বরাক উপত্যকা জুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে সিন্ডিকেট চক্র। প্রতিদিন লরি, তেলের ট্যাংকার, যাত্রীবাহী গাড়িতে করে মিজোরাম থেকে কাছাড় জেলা হয়ে অবৈধভাবে ভিন রাজ্যে পাচার করা হয় বর্মিজ সুপারি।
কাছাড় পুলিশ গত তিনমাসে প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন অঞ্চলে অভিযানে চালিয়ে বহু কোটি টাকার বার্মিজ সুপারি সহ যানবাহন বাজেয়াপ্ত করে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।