২৭ ও ২৮ এপ্রিল ভারতে আসছেন লি শাংফু, যোগ দেবেন এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): চিনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চলতি মাসের ২৭ ও ২৮ তারিখ ভারত সফর করবেন। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের জুন মাসে ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষের পর এই প্রথম চিনের প্রতিরক্ষা মন্ত্রী ভারত সফরে আসছেন।

আগামী ২৭ ও ২৮ এপ্রিল ভারত সফর করবেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু। উল্লেখ্য, ভারত এই বৈঠকে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছে। তবে ইসলামাবাদ এখনও বৈঠকে অংশগ্রহণের ব্যাপারে সম্মতি দেয়নি বলে খবর।