ডায়মন্ড বারবার,২৪ এপ্রিল (হি. স.) : কিছুদিন আগেই তিনজন আদিবাসী মহিলাকে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য সর্বসমক্ষে দণ্ডী কাটতে হয়েছিল। পাশাপাশি কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে ডায়মন্ডহারবার বিজেপির সাংগঠনিক জেলার এসসি মোর্চার পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয় সোমবার।
এদিন বিকেলে মূলত ডায়মন্ড হারবার স্টেশন বাজার সংলগ্ন ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর বেশ কিছুক্ষন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকেরা। মূলত বিজেপি কর্মী সমর্থকদের দাবি রাজ্যের শাসক দল বারে বারে দলিত সম্প্রদায়ের মানুষকে শোষণ করেছে, আর তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামীদিনেও যখনই কোন জায়গায় দলিত সম্প্রদায়ের মানুষ অত্যাচারের শিকার হবে তখনই পথে নামবে বিজেপি এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে এই বার্তাই দেন বিজেপি নেতৃত্ব।

