সদর এ:- ১৭৯/৩(২০)
বিলোনিয়া-৭০/১০(১৫.৫)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।।সেমিফাইনালের লক্ষ্যে এগিয়ে অন্নপূর্ণা দাসের সদর-এ মহকুমা। পর পর দুই ম্যাচে জয়লাভ করে। রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটে। গ্রুপের শেষ ম্যাচে দুর্বল লংতরাইভ্যালি মহকুমার মুখোমুখি হবে সদর-এ। ফলে বড় কোনও অঘটন ছাড়া সেমিফাইনাল নিশ্চিত অন্নপূর্ণাদের। প্রথম ম্যাচে ধর্মনগরকে অনায়াসেই পরাজিত করার পর রবিবার বিলোনিয়া মহকুমাকে অনায়াসেই পরাজিত করে সদর-এ। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সদর এ-র গড়া ১৭৯ রানের জবাবে বিলোনিয়া মহকুমা মাত্র ৭০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের নিকিতা দেবনাথ ৭৭ রান করেন। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সদর-এ নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৯ রান করে। দলের পক্ষে প্রীয়াঙ্কা আচার্য ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ রানে এবং অনুভা পাল ৫৯ বল খেলে ২৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন ওপেনার নিকিতা দেবনাথ। নিকিতা ৪৭ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৭৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৪৫ রান।বিলোনিয়ার পক্ষে সোমা ত্রিপুরা (১/২৮), জ্যোৎন্সা ভৌমিক (১/৩৪) এবং সুমি চক্রবর্তী (১/৫২) সফল বোলার। জবাবে খেলতে নেমে সদর এ-র আটোসাটো বোলিংয়ে মাত্র ৭০ রান করতে সক্ষম হয় বিলোনিয়া মহকুমা। দলের পক্ষে পলি রাণী মল্লিক ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং দীপা বিশ্বাস ১৩ বল খেলে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। সদর এ-র পক্ষে বিজয়া ঘোষ (৩/১), মামন রবিদাস (২/২) এবং স্নেহা দত্ত (২/১৫) সফল বোলার।