ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।। সেয়ানে সেয়ানে লড়াই। স্ফুলিঙ্গ বনাম ইউনাইটেড ফ্রেন্ডস-এর ম্যাচ। টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আগামী ২৫ এপ্রিল, মঙ্গলবার সকাল ৯ টায় এমবিবি স্টেডিয়ামে এই খেতাবি লড়াই অনুষ্ঠিত হচ্ছে। স্ফুলিঙ্গ মূলতঃ ত্রি-মুকুটের দাবিদার হলেও ইউনাইটেড ফ্রেন্ডস মরিয়া হয়ে আছে প্রথম ট্রফি ঘরে তোলার জন্য। ক’দিন আগে বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে রানার্স খেতাবে সন্তোষ্ট থাকতে হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছিল স্ফুলিঙ্গ ক্লাব। পরে তপন মেমোরিয়াল নক আউট ক্রিকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে সেমিফাইনালে কসমপলিটনের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল। ফাইনালে জয়ী হয়ে স্ফুলিঙ্গ চ্যাম্পিয়ন খেতাব পেয়েছিল। এবারকার আসরে সেমিফাইনাল ম্যাচে স্ফুলিঙ্গ ৫৩ রানের ব্যবধানে জেসিসি-কে হারিয়ে এবং অপর সেমিফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডস আট উইকেটের ব্যবধানে কসমোপলিটন-কে পরাজিত করে ফাইনালে পরস্পরের বিরুদ্ধে খেলার ছাড়পত্র পেয়েছে। দুদিন বিরতি পেয়ে খেলোয়াড়রা হালকা প্র্যাকটিস করে নিচ্ছে। দুই গ্রুপের সেরা দুই দল ফাইনালে ওঠে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়নের লক্ষ্যেই মঙ্গলবারে দুই দল মাঠে নামবে।
2023-04-23