ধর্মনগরে বিজেপির বুথ স্বশক্তিকরণ অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷  ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্বশক্তিকরনে ধর্মনগরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব৷ রবিবার দুযর্োগ পূর্ণ দিনে ধর্মনগরে সাংগঠনিক আলোচনায় আসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব৷ ছিলেন  জেলা সভানেত্রী মলিনা দেবনাথ , বিধায়ক যাদব লাল নাথ , জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাশ,  দুইজন মন্ডল স্তরের জেলা সাধারণ সম্পাদক সহ মন্ডলের কার্যকরতারা৷ আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পলিসি কি হবে তা নিয়ে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ সারা দেশ জুড়ে ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত পার্টির কর্মকর্তারা যে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে তাই নিয়ে দীর্ঘ আলোচনা হয়৷ রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব বলেন রাজ্যসভার সদস্য হলেও লোকসভার নির্বাচনের ক্ষেত্রে তাকে দিল্লি থেকে যে দায়িত্ব  দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করতে উত্তর জেলা সদর ধর্মনগরে এই সফর বলে জানান তিনি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *