রায়গঞ্জ ২৩ এপ্রিল(হি.স.) : কালিয়াগঞ্জে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যে এসেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো রবিবার তাঁর সঙ্গে দেখা স্মারকলিপি দিল ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ।
রবিবার কর্ণজোড়া সার্কিট হাউসে কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো’র সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সংযোজক কৌস্তভ আচার্য, দীপ দত্ত সহ আরও দুজন। জেলা সহ-সংযোজক কৌস্তভ আচার্য বলেন, ‘কালিয়াগঞ্জে রাজবংশী বোনকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার নিন্দার ভাষা নেই। পুলিশ যেভাবে টেনে-হিঁচড়ে বোনের মৃতদেহকে নিয়ে গিয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আমরা সমগ্র ঘটনার জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছি।‘
এদিন জাতীয় মানবাধিকার কমিশনকেও সমস্ত ঘটনা জানিয়ে চিঠি দিয়েছেন এবিভিপির রাজ্য সম্পাদক (উত্তরবঙ্গ) শুভব্রত অধিকারী ।