সৌরাষ্ট্র তামিল সঙ্গম একতা, ঐক্য ও মহত্ত্বের প্রকৃত চেতনা প্রতিফলিত করে : পীযূষ গোয়েল

সোমনাথ, ২২ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল গুজরাটের সোমনাথ গির সোমনাথ জেলার ভেরাভালে সৌরাষ্ট্র তামিল সঙ্গমে আগত মানুষজনকে স্বাগত জানিয়েছেন। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী গোয়েল বলেছেন, তামিলনাড়ু থেকে যারা সৌরাষ্ট্র তামিল সঙ্গমের জন্য এখানে পৌঁছেছেন তাঁদের সকলকে স্বাগত জানাতে পেরে আমি খুবই আনন্দিত। এই অনুষ্ঠানটি (সৌরাষ্ট্র তামিল সঙ্গম) একতা, ঐক্য এবং মহত্ত্বের প্রকৃত চেতনা প্রতিফলিত করে।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, বিগত ৯ বছর ধরে দেশকে একত্রিত করার জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রচেষ্টা এই কর্মসূচিতে প্রতিফলিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমনাথকে একটি প্রশংসনীয় নতুন রূপ দিয়েছেন। কাশী-সোমনাথের এই পুনরুজ্জীবন আসন্ন উন্নত ভারতের উদাহরণ