সরকারি বাসভবন ছাড়লেন রাহুল গান্ধী, দেশের প্রতি জ্ঞাপন করলেন কৃতজ্ঞতা

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): মোদী পদবী বিতর্কের জেরে সাংসদ পদ খারিজ হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। গুজরাটের আদালত তাঁকে দু”বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এবার দিল্লিতে নিজের সরকারি বাংলো ছাড়লেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। ইতিমধ্যেই তাঁর জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রাহুল গান্ধী শনিবারই তাঁর সরকারি বাংলো ১২, তুঘলক লেন বাংলো লোকসভার সচিবালয়ের কাছে হস্তান্তর করেছেন। তাঁর যাবতীয় জিনিস সনিয়া গান্ধীর বাসভবনে পাঠানো হয়েছে। শনিবার তাঁর সরকারি বাংলো থেকে একটি ট্রাক বের হতে দেখা গিয়েছে। অনুমান, এই ট্রাক করেই জিনিসপত্র সরানো হচ্ছে।
রাহুল গান্ধী এদিন বলেছেন, “হিন্দুস্তানের মানুষ আমাকে ১৯ বছর ধরে এই বাড়ি দিয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। সত্যি কথা বলার মূল্য চোকাতে হল আমাকে। তবে, সত্য কথা বলার জন্য যে কোনও মূল্য দিতে আমি প্রস্তুত…।”