ইসরোর মুকুটে নতুন পালক, সিঙ্গাপুরের দু”টি কৃত্রিম উপগ্রহ নিয়ে পিএসএলভি-সি৫৫-এর সফল উৎক্ষেপণ

শ্রীহরিকোটা, ২২ এপ্রিল (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে নতুন পালকের সংযোজন। শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সিঙ্গাপুরের দু”টি কৃত্রিম উপগ্রহ নিয়ে পিএসএলভি-সি৫৫-এর সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। ইসরোর বাণিজ্যেক শাখা, নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড-এর মাধ্যমে এই মিশন সম্পন্ন হয়।

ইসরোর এই সাফল্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সকলকে অভিনন্দন জানিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথ। তিনি জানান, “অভিনন্দন। পিএসএলভি-সি৫৫/TeLEOS-২ মিশন-পিএসএলভি উভয় উপগ্রহকে কক্ষপথে স্থাপন করেছে। শনিবার দুপুরে এই সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়।