টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। শনিবার বসুন্ধরা দিবসে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বসুন্ধরা দিবস উপলক্ষ্যে জোর দিয়ে জানান, ভারত প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের সংস্কৃতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

টুইট করে প্রধানমন্ত্রী জানান, “বসুন্ধরা দিবসে, আমি আমাদের ধরিত্রীকে আরও সুন্দর করার জন্য যারা কাজ করছেন তাঁদের সকলকে প্রশংসা করি। ভারত প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের সংস্কৃতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী ২২ এপ্রিল দিনটি বসুন্ধরা দিবস হিসেবে পালন করা হয়।