আহমেদাবাদে ফার্ণিচারের গোডাউনে আগুন, হতাহতের খবর নেই

আহমেদাবাদ, ২২ এপ্রিল (হি.স.): গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ আগুন লাগল একটি ফার্ণিচারের গোডাউনে। শনিবার ওই গোডাউনে আগুন লাগে। ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৭টি ইঞ্জিন। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। যদিও দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।

আহমেদাবাদের অতিরিক্ত মুখ্য দমকল অফিসার মিঠুন মিস্ত্রি বলেছেন, আগুন লাগার খবর পাওয়া মতোই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৭টি ইঞ্জিন। আগুন এখন নিয়ন্ত্রণে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।