ভোপাল, ২২ এপ্রিল (হি.স.) প্রতিদিন চারা রোপণের সংকল্পের অংশ হিসাবে আজও বিভিন্ন গাছের চারা রোপণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । শনিবার রাজধানী ভোপালের শ্যামলা পাহাড়ে অবস্থিত বাগানে জামুন, আম এবং সাতপর্ণির চারা রোপণ করেন ।
বিশ্ব পৃথিবী দিবসে আজ মুখ্যমন্ত্রী চৌহানের সাথে চারা রোপণ করেছেন দর্শন সিং চৌধুরী, পুরুষোত্তম শর্মা, প্রমোদ চৌধুরী, ব্রিজেশ তিওয়ারি, বিবেক আহিরওয়ার, মহেশ মালভিয়া এবং আশুতোষ জাটও । এছাড়াও আজ মুখ্যমন্ত্রী চৌহানের সাথে চারা রোপণ করেন শৈলেন্দ্র ভাদোরিয়া, অনুরাগ শ্রীবাস্তব, বসু চৌরে, জিতেন্দ্র শর্মা, রঞ্জনা দুবে, অনুমিতা, অধীরা দীক্ষিত, রমাকান্ত দুবে এবং সমাজকর্মী প্রার্থনা চৌহান, দুর্গা চৌহান, বংশিকা চৌহান, আরিয়ান চৌহানও ।