নয়াদিল্লি, ২২ এপ্রিল(হি.স.) : সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্য পাল মালিককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে বলে কংগ্রেস দাবি করেছে। যদিও সিবিআই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া শনিবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, সত্যপাল মালিক অতীতে মোদী সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ করেছিলেন, যার কারণে মোদী সরকার মালিকের উপর ক্ষুব্ধ এবং সিবিআইয়ের মাধ্যমে তাকে চুপ করতে চায়।
মোদী সরকারকে কটাক্ষ করে খেড়া বলেন, পুলওয়ামা হামলার বিষয়ে সত্যপাল মালিকের প্রকাশের বিষয়ে সরকার কিছু বলার জন্য পুরো দেশ অপেক্ষা করছে। কিন্তু নীরব মোদী সরকার।
উল্লেখ্য, সত্যপাল মালিক কাশ্মীর এবং গোয়ার দুর্নীতির পাশাপাশি পুলওয়ামা হামলার বিষয়ে একটি সাক্ষাত্কারের সময় বিতর্কিত মন্তব্য করেছিলেন, যার ভিত্তিতে কংগ্রেস দল ক্রমাগত তদন্তের দাবি করছে।

