নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চে শহীদ জওয়ানদের দেহ ফিরল তাঁদের বাড়িতে, কফিনবন্দি হয়ে। চোখের জলে বীর জওয়ানদের শ্রদ্ধা জানাল গোটা দেশ ও পরিজনরা। শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ল্যান্স নায়েক দেবাশীষ বাসওয়ালের শেষকৃত্য সম্পন্ন হয় ওড়িশার পুরীতে।
এদিনই পঞ্জাবের ভাটিন্ডায় নিয়ে আসা হয় শহীদ জওয়ান সিপাই সেবক সিংয়ের নশ্বর দেহ, তাঁকে এদিন শ্রদ্ধা জানানো হয়। গুরুদাসপুরে নিয়ে আসা হয় সিপাই হরিকিশান সিংয়ের দেহ, আবার পঞ্জাবের মোগায় শ্রদ্ধা নিবেদন করা হয় জওয়ান ল্যান্স লায়েক কুলবন্ত সিংকে, জওয়ান মনদীপ সিংয়ের দেহ লুধিয়ানায় তাঁর গ্রামে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা।

