মুম্বই, ২২ এপ্রিল (হি.স.): টুইটারে ব্লু টিক ফিরে পেলেন বিগ বি অমিতাভ বচ্চন। ব্লু টিক ফিরে পাওয়ার পর শুক্রবার গভীর রাত ১.১০ মিনিট নাগাদ টুইটারের মালিক ইলন মাস্ককে ধন্যবাদও জানিয়েছেন অমিতাভ। টুইট করেই অমিতাভ জানিয়েছেন, “মাস্ক ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ! আমার নামের আগে নীল টিক লেগে গিয়েছে। আনন্দে গান গাওয়ার ইচ্ছে আমরা।”
শুক্রবারই ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দিয়েছে টুইটার। শুধুমাত্র যারা ব্লু টিক-এর জন্য অর্থ প্রদান করেছেন তারাই এখন ব্লু টিক রাখার অনুমতি পাচ্ছেন। শুক্রবার দেখা যায়, অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট থেকেও ব্লু টিক উধাও হয়ে গিয়েছে। ওই দিনই ব্লু টিকের জন্য অনুরোধ জানান বিগ বি। যাইহোক অবশেষে ব্লু টিক ফিরে পেয়েছেন অমিতাভ বচ্চন।

