অযোধ্যা, ২২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারলেন ৪ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন, যাত্রীবোঝাই ওই বাসে মোট ২০ জন ছিলেন বলে জানা গিয়েছে।
শুক্রবার রাতে লখনউ-গোরক্ষপুর হাইওয়ের উপর দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি অযোধ্যা থেকে আম্বেদকর নগরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। সেই সময় আচমকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ও সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যার জেলাশাসক নীতিশ কুমার বলেছেন, ২০ জন ছিলেন দুর্ঘটনাগ্রস্ত বাসে, ১৬ জন আহত হয়েছেন। আহতদের দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।

