অপরূপার নামে সরাসরি সিবিআইয়ের কাছে চিঠি তরুণজ্যোতির

কলকাতা, ১৯ এপ্রিল (হি. স.) : বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে নিয়োগকাণ্ডে দুর্নীতির অভিযোগ জানিয়ে সরব হয়েছিলেন। শুক্রবার সরাসরি সিবিআইয়ের কাছে চিঠি পাঠালেন তরুণজ্যোতি।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দিল্লির অফিসে ও কলকাতার অফিসে চিঠি পাঠিয়েছেন বিজেপির আইনজীবী নেতা। সেই চিঠির অংশ তুলে টুইটারেও পোস্ট করেছেন তিনি। তরুণজ্যোতির বক্তব্য, এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলায় সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে ‘প্রমাণসহ’ সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তাঁর অনুরোধ, তারা যেন দ্রুত অপরূপাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

সিবিআইকে পাঠানো চিঠিতে বিজেপির আইনজীবী নেতা কিছু ঘটনার কথা উল্লেখ করে লিখেছেন, ‘এগুলিই প্রমাণ করে আফরিন আলি ওরফে অপরূপা পোদ্দার (আরামবাগের সাংসদ) সরাসরি এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। এই দুর্নীতির সঙ্গে হাজার হাজার কোটি টাকা জড়িয়ে রয়েছে এবং অপরূপা পোদ্দারের মতো প্রভাবশালী সাংসদ যদি বাইরে এভাবে ঘুরে বেরান, তাহলে প্রমাণ লোপাট হতে পারে এবং সাক্ষীদের হুমকিও দেওয়া হতে পারে।’

তরুণজ্যোতির দাবি, ‘গ্রুপ সি নিয়োগ দুর্নীতি প্রমাণ করে এটির শিকড় কতটা গভীরে ছড়িয়ে রয়েছে।’ এমন অবস্থায় তাই সাংসদকে দ্রুত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন বিজেপির আইনজীবী নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *