নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ পশ্চিম সাতনালা পঞ্চায়েত সচিবের উপর অভিযোগ তুলে গ্রামবাসীরা তালা দিলেন পঞ্চায়েত সচিবের অফিস কক্ষে৷৷দীর্ঘ কয়েক মাস ধরে পশ্চিম সাতনালা পঞ্চায়ে অফিসের পঞ্চায়েত সচিব তার কর্মস্থলের আসেননি৷ বাড়িতে বসেই সরকারি বেতন নিচ্ছেন গুনে গুনে৷ গ্রামবাসীরা হয়রানীর শিকার৷ সঠিক পরিষেবা পাচ্ছেন না পঞ্চায়েত সচিবের কাছে থেকে৷ দীর্ঘ আট মাস আগে গ্রামের মানুষেরা জন্ম মৃত্যুর প্রমাণপত্র সংগ্রহ করতে পঞ্চায়েত সচিবের নিকট লিখিত আবেদন জমা করলে এখন পর্যন্ত জন্ম মৃত্যুর প্রমাণপত্র সংগ্রহ করতে পারেননি৷ এমন কি জানা গিয়েছে যে গ্রামবাসীদের দেওয়া আবেদনপত্র পর্যন্ত হারিয়ে ফেলেছেন পঞ্চায়েত সচিব৷ বৃহস্পতিবার গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে তালা দিলেন পঞ্চায়েত সচিবের অফিসকক্ষে৷এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে দশদা আরডি ব্লকের কর্তৃপক্ষরা আসেন পঞ্চায়েত অফিসে৷ গ্রামবাসীদের লিখিত দিয়ে জানান এক সপ্তাহের মধ্যে প্রত্যেকের প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে দেওয়া হবে৷ এই আশ্বাস পেয়ে তালা খুলে দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন গ্রামবাসীরা৷
2023-04-21

