পুঞ্চে জঙ্গি হামলার তদন্তে এনআইএ, হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান জারি

জম্মু, ২১ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলায় ৫ সেনা জওয়ানের মৃত্যুর তদন্তে এনআইএ-র দল শুক্রবার ঘটনাস্থলে পৌঁছেছে। তাদের সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার অপরাহ্নে রাজৌরি সেক্টরের ভিমবেরগলি এলাকায় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসবাদীরা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তাতে আগুন ধরে যায়। জঙ্গিরা গ্রেনেড ছোঁড়ে বলে মনে করা হচ্ছে। এই হামলায় নিহত হন রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান। সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অকুতোভয় পাঁচ সৈনিকের চরম আত্মবলিদানকে কুর্ণিশ জানান।

জইশ-ই-মহম্মদ সমর্থিত একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে। এই হামলার তদন্তে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় তদন্তকারী দলের আধিকারিকরা। পাশাপাশি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।