তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে লাইনচ্যুত মালগাড়ি, রেল পরিষেবা বিঘ্নিত

চেন্নাই, ২১ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় প্রভাবিত হয়েছে রেল পরিষেবা। শুক্রবার রেল দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু ডিভিশনের রায়কোট্টাইতে। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় দক্ষিণ রেলওয়ে অবিলম্বে চারটি ট্রেন বাতিল করেছে।

কিছু ট্রেন ধর্মপুরী-হোসুর রুটের পরিবর্তে জোলারপেট্টাই-তিরুপ্পাতুর হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন রেলের এক আধিকারিক। রেল সূত্রের খবর, শুক্রবার তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় বেঙ্গালুরু ডিভিশনের রায়কোট্টাইতে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি, এর ফলে প্রভাবিত হয়েছে রেল পরিষেবা।