পাচারকালে কুমারঘাটে উদ্ধার ১২টি গবাদী পশু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷  ঈদের আগে গরুর বড় চালান ধরলো কুমারঘাট পুলিশ!ত্রিপুরার সোনামুড়া থেকে বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে কুমারঘাট থানার হাতে আটক হলো ১২ টি গরু সহ গাড়ি চালক৷ সঙ্গে একটি ট্রিপার গাড়ি আটক করা হয়৷ গাড়ি চালকের বাড়ি উত্তর জেলার ধর্মনগরে৷গাড়ি চালকের নাম নাজমুল হক৷পুলিশ এই ঘটনার তদন্তে একটি মমমলা লিপিবদ্ধ করেছে৷শুক্রবার কুমারঘাট থানার পুলিশ ওই গাড়ি চালককে ঊনকোটি জেলা আদালতে প্রেরণ করে৷